পাহাড়-নদী-সমুদ্র-সমতল সবুজ বণায়ন বেষ্টিত বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর জনপদ বাঁশখালী। এ জনপদের ইতিহাস ও ঐতিহ্য একটি ভিন্ন মানচিত্রে তুলে ধরার প্রয়াসে সমৃদ্ধ এর প্রতিটি স্তরের বিভিন্ন ব্যক্তি, পরিবার ও শিল্পের তথ্যসমৃদ্ধ একটি গ্রন্থ প্রকাশের লক্ষ্যে আমার অনুজপ্রতিম প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী নিত্যনতুন কৌশল অবলম্বনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
আমি ছরওয়ারের এই মহতি কাজের প্রশংসা করি। বিশ্বের বিভিন্ন স্থানে বাঁশখালীর ছড়িয়ে-ছিঠিয়ে থাকা গুণীজনদের একটি গ্রন্থে' আবদ্ধ করে পরস্পরকে জানার সমূহ সুযোগ সৃষ্টি করবে "ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী "। উক্ত গ্রন্থ দ্রুত সম্পাদনা ও প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য ছরওয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সফলতা কামনা করছি।
জাফরুল ইসলাম চৌধুরী
সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ১৬
সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার