imageportofolio
ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী

লেখক পরিচিতি

প্রকোশলী গোলাম ছরওয়ার চৌধুরী বাঁশখালী চেচুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী সি.ও সাহেব বাড়ীর সুযোগ্য সন্তান। তাঁর পূর্ব পুরুষদের বসতি ছিল পশ্চিম বাহারচড়া গ্রামে। ১৯৬০ সালের প্রলয়ংকরী জলোচ্ছ্বাসের পর চেচুরিয়ায় স্থায়ী হন। পিতা মরহুম সিরাজুল মোস্তফা চৌধুরী নোয়াখালীর মাইজদী সদরে RCO-রেভিনিউ সার্কেল অফিসার (EPCS) থাকা কালীন আলহাজ্ব ওলফুতুন্নেছা চৌধুরানীর গর্ভে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন।
তিনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার পর বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান 'ফ্লোরা লিমিটেডে' সার্ভিস ইঞ্জিনিয়ার ও ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে অত্যন্ত সুনামের সহিত প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সিঙ্গাপুর যান এবং সেখানে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (UK) এর তত্ত্বাবধানে (৯২-৯৪) কম্পিউটার বিজ্ঞানে (আইটি) ফরেন ডিগ্রী অর্জন করেন।

১৯৯৪ সালে দেশে ফিরে ‘সিলিকন ভ্যালী এন্ড কম্পিউটার্স' নামে আগ্রাবাদে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। অভিজ্ঞতার আলোকে সাইন্স ফিকশন, আইটি ও ফরিন এডুকেশন নিয়ে দৈনিক পূর্বকোন সহ বিভিন্ন জার্নালে লিখালিখি শুরু করেন। ২০১০ সালে "Info Pages" নামে একটি ইংলিশ সাময়িকীতে কাজ শুরু করেন।

২০১৫ সালে 'বাংলা Pages এবং ২০১৬ সাল থেকে দৈনিক ইনফো বাংলা' সহযোগী সম্পাদক হয়ে নিয়মিত কাজ করছেন। এছাড়া তিনি একজন মানবাধিকার কর্মী, পরিবেশবিদ এবং সংগঠক। প্রতিনিয়ত বাঁশখালীর বিভিন্ন সমস্যা নিয়ে প্রচুর লেখালেখি করেন এবং বাঁশখালী ভিত্তিক চলমান আন্দোলনে ও সরাসরি অংশগ্রহণ করেন।

২০১৭ সালের দিকে 'ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী' নামে একটি সূদুর প্রসারি গ্রন্থের কাজ শুরু করেন। বিগত চার বছরে তিনি বিভিন্ন মাধ্যমে অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করেন। ফেইসবুক সহ অনলাইনে প্রচুর পরিমাণ প্রচারণা করেন।

পায়ে হেটে, মটর বাইকে, স্থানীয় বাহনে করে গ্রামে গ্রামে মানুষের ঘরে বাইরে সরাসরি সাক্ষাৎ করে বিগ ভলিউমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কখনো কখনো অনাহারে অর্ধ্বাহারে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। কখনো কখনো অতি আপ্যায়নে অসুস্থ হয়ে পড়েন। তারপরও তিনি হাল ছেড়ে দেননি। ২০১৯ সালের ২৫ এপ্রিল ও ১৪ ডিসেম্বর 'চট্টগ্রাম প্রেসক্লাব' এ দুইটি আকর্ষণীয় মতবিনিময়, তথ্য সংগ্রহ, আলোচনা সভা ও ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করেন।

তিনি বাঁশখালীর বিভিন্ন সংগঠন, বাঁশখালী ফাউন্ডেশন-চট্টগ্রাম, বাঁশখালী সমিতি-ঢাকার পুষ্পধাম রেষ্টুরেন্টে 'ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী'র গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। আমি উনার ও ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী'র সাফল্য, সৌন্দর্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মিসেস নিলুফা আকতার
সিনিয়র সহকারী শিক্ষক
কামালে ইশকে মুস্তফা (দ:) ফাজিল মাদরাসা
শাহ আমানত সেতু সড়ক
পূর্ব বাকলিয়া, চট্টগ্রাম-৪০০০