১) উপদেষ্টা : যিনি 'ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী' গ্রন্থের দ্রুত সম্পাদনা ও প্রকাশনার জন্য বিভিন্ন সহযোগিতার মাধ্যমে অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আগামীতে দায়িত্ব পালন করবেন তাহারা অবশ্যই স্থায়ী 'উপদেষ্টা' হিসেবে বিবেচিত হবেন।
২) পৃষ্ঠপোষক : যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান সরাসরি অর্থ ডোনেশনের মাধ্যমে অংশগ্রহণ করবেন তাহারা উক্ত গ্রন্থে স্থায়ীভাবে 'পৃষ্ঠপোষক' হিসেবে লিপিবদ্ধ হবেন।
৩) সম্পাদকীয় : যিনি শ্রম, সময় ও বিভিন্ন তথ্য দিয়ে সরাসরি ভলিউমের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন তাহারা সম্পাদকীয় ও উপসম্পাদকীয় তালিকায় স্থায়ীভাবে লিপিবদ্ধ হবেন।
৪) স্পন্সর : যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান চুক্তি মোতাবেক স্পন্সর শীপ নিতে পারেন।
৫) বিজ্ঞাপন : যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় অর্থ দিয়ে বিজ্ঞাপন দিতে পারেন।
৬) অগ্রিম বুকিং : যে কোন ব্যাক্তি বা পরিবার এখন থেকে পান্ডুলিপি প্রকাশ হওয়ার পূর্বে পর্যন্ত অগ্রিম নগদ ২০০০.০০ (দুই হাজার) টাকা মাত্র প্রদান করিবেন, তাহাদেরকে 'ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী' গ্রন্থের একটি 'সীলসমৃদ্ধ সৌজন্য কপি' আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।